Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আবারো প্লাবিত ১নং উত্তর ধূরুং ইউনিয়ন
বিস্তারিত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন। শ্রাবনের বারি ধারায়  তাদের উপর দিয়ে আবার বয়ে যাচ্ছে দূর্ভাগ্যের এক কালো ছায়া। সাগেরের লোনা পানিতে হারিয়েছে সব। ওদেরও ঘর ছিল। ছিল গোয়াল ভরা গরু। গোলা ভরা ধান। পুকুর ভরা মাছ ছিল তাদের। ক্ষেত ভরা ছিল সোনালী ফসল। হাজারো স্বপ্ন ছিল তাদের বুকে।কিন্তু সব হারিয়ে আজ তারা নিঃস্ব অসহায়।

দ্বীপের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত প্রবেশ করছে সমুদ্রের লোনা পানি। অসহায় নিঃস্ব মানুষ গুলোর নেই মাথা গুজার ঠাই। নেই জীবিকা নির্বাহের উৎস। দ্বীপের সর্বত্র লোনা পানির প্রভাবে মারাত্মকভাবে সংকট দেখা দিয়েছে সুপেয় পানির।নেই খাবার জন্য চাল-চিড়া। অধিকাংশ ঘরবাড়ি এখনো পানির নিচে। ফলে চুলায় জ্বলছেনা আগুন।


আসুন আমরা যে যার স্থান থেকে খাবার, পানি, পোশাক নিয়ে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াই। তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই।  এবং সরকারের সহযোগিতা কামনা করছি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/07/2018
আর্কাইভ তারিখ
23/08/2018